Korean Language Training
বিশ্বায়নের এই যুগে সমগ্র বিশ্ব এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মধ্যে কোরিয়া একটি। কোরিয়ান ভাষা জানা থাকলে আপনি খুব সহজে সে দেশের ভিসা পেতে পারেন।
উন্নত জীবন যাপন আর মোটা অঙ্কের মাইনে, এসবকিছু মিলিয়ে আপনার ক্যারিয়ারকে উজ্জ্বল করতে চাইলে, কোরিয়া হতে পারে আপনার অন্যতম গন্তব্য। হাজার হাজার মানুষ প্রতিবছর লটারির মাধ্যমে সরকারীভাবে নামমাত্র খরচে কোরিয়া যাওয়ার এক অফুরন্ত সুযোগ পাচ্ছে। আপনিও যদি এই সুযোগটি গ্রহণ করতে চান, তাহলে আজই আমাদের (“Moral School”) সাথে যোগাযোগ করুন।
কোর্সের মেয়াদ
৩ মাস
লেকচার
২৪ টি
প্রজেক্ট
১৫+
ক্লাসের সময় : (দুই ঘন্টা) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার
কেন কোরিয়ান ভাষা শিখবেন ?
- প্রযুক্তিগতভাবে পৃথিবীতে যে দেশগুলো শীর্ষে অবস্থান করছে, তার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। পৃথিবীতে সর্বপ্রথম 5G দক্ষিণ কোরিয়াতে চালু হয়েছিল।
- কোরিয়ান ভাষা জানা থাকলে আপনি দেশে বিদেশে বিভিন্ন কোরিয়ান কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবেন। যেমনঃ Samsung, LG, Sk Hynix, Hyundai, Korean Garments ইত্যাদি
- কোরিয়ান ভাষা শিখে বিভিন্ন কোরিয়ান প্রতিষ্ঠানে দো-ভাষী হিসেবে কাজ করতে পারবেন।
- কোরিয়ায় বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা জানা থাকলে TOPIK Exam দিয়ে স্কলারশিপের মাধ্যমে পড়তে যেতে পারবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেতে পারেন।
- কোরিয়ান ভাষা শিখে BOESL এর মাধ্যমে EPS পদ্ধতিতে সরকারি খরচে প্রতিবছর হাজার হাজার মানুষের কোরিয়া যাওয়ার সুযোগ রয়েছে।
- কোরিয়ান ভাষা জানা দক্ষ ব্যক্তিরা লটারি ছাড়া সরাসরি কোরিয়াতে যাওয়ার প্রাথমিক Registratin করতে পারবেন।
- Science Background এর ছাত্র-ছাত্রীরা কোরিয়ান ভাষায় দক্ষ হতে TOPIK-2 পরীক্ষায় Level-4 বা 5 পেলে সহজেই কোরিয়ান Govt Scholarship (যা KGSP বা GKS Scholarship নামে পরিচিত) পেয়ে ফুল বৃত্তি নিয়ে কোরিয়াতে Study করার সুযোগ পাবেন।
- Arts বা Commerce বিভাগের ছাত্র-ছাত্রীরাও TOPIK-2 Exam এ Level-4 বা 5 পেলে এই সুযোগ পাবেন।
এত সুযোগ সুবিধা পাওয়া যায় বলে অনেকেই কোরিয়ায় যেতে চান এবং নিজের ক্যারিয়ার গড়তে চান। এজন্য প্রথমেই আপনাকে কোরিয়ান ভাষা শিখতে হবে। তারপর (EPS) Employment permit system- এর মাধ্যমে আপনি সেখানে চাকরির জন্য যেতে পারেন। এক্ষেত্রে আপনি সরকারি ভাবেই কোরিয়াতে যেতে পারবেন।
এ কোর্সে যা যা শেখানো হবে
- HRD নিয়মে কোর্স পরিচালনা করা হয়।
- একমাত্র আমরাই দিচ্ছি স্বল্প খরচে এবং কম সময়ে গুণগত মানসম্পন্ন কোরিয়ান ভাষা শেখানোর নিশ্চয়তা।
- রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোরিয়া যাওয়ার আগ পর্যন্ত সব ধরনের সহায়তা প্রদান করা হয়।
- (EPS) Employment permit system পাওয়ার ব্যবস্থা করা হয়।
- অল্প খরচে থাকা-খাওয়া ও চিত্তবিনোদনের সুব্যবস্থা।
- অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা আছে।
- সার্বক্ষনিক শিক্ষকের তত্ত্বাবধানে থেকে প্রাইভেটের মত শেখার ব্যবস্থা।
কেন আমাদের কাছে কাজ শিখবেন
- হাতে কলমে প্র্যাক্টিক্যাল প্রজেক্টস করানো হয় এবং প্রতিটি ক্লাসে এসাইন্মেন্ট দেওয়া হয়
- সব ক্লাস সমূহের রেকর্ডেট ভিডিও দেওয়া হয়।
- ক্লাস পিডিএফ এন্ড স্লাইড দেওয়া হয়।
- সরাসরি মেন্টরিং সাপোর্ট ছাড়াও এই কোর্স থেকে পাবেন আরো অনেক কিছু!
- অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট প্রদান।
- লাইফ টাইম কোর্স ফ্রি ফ্যাসিলিটি থাকছে।
- অফিস ফ্রি টাইম ল্যাব প্র্যাক্টিস করতে পারবেন।
- অনলাইন ও অফলাইন ক্লাস করা যায়।
- জব প্লেসমেন্ট ও ইন্টার্নশিপ এর ব্যবস্থা।
- ইন্টারভিউ ও জব প্রিপারেশন করানো হয়।
বাড়তি সুযোগ-সুবিধা
- আমাদের নিজস্ব হোস্টেল ছেলে মেয়ের থাকাখাওয়া সুব্যবস্থা আছে।
- আমাদের রয়েছে অনলাইন ও অফলাইনে কোর্স করার সুব্যবস্থা।
- জব প্লেসমেন্ট ও ইন্টার্নশিপ এর ব্যবস্থা আছে।
- আজই রেজিস্ট্রেশন করে আপনার ডিস্কাউন্ট অফারটি নিশ্চিত করুন।
সরাসরি যোগাযোগ
- Call : +8801321-222 004 | +8801321-222 0011-16
- ইনবক্স করুন : m.me/114149558283676
- Follow our FB Page : https://www.facebook.com/morallearningbd
- Join our FB group : https://www.facebook.com/groups/501547095242942
ঠিকানা : E-Learning & Earning Ltd, 4th Floor, Khaja Super Market, kallyanpur Bus Stand, Shyamoli,Dhaka-1207