Hotel Management & Tourism Training

  • কোর্সের মেয়াদ : ৩ মাস (সপ্তাহে ৩ দিন)
  • ক্লাসের সময় : (দুই ঘন্টা) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার

হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম (Hotel Management & Tourism)

হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম (Hotel Management & Tourism) এ পড়াশুনা করে অতি অল্প সময়ের মধ্যে দেশে-বিদেশে সফল ক্যারিয়ার গড়ুন । আগামী বছরগুলোতে দেশে-বিদেশে সবচেয়ে বেশী সম্ভাবনাময় শিল্প হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শিল্প। শুধু বাংলাদেশেই অতি শীঘ্রই হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শিল্পে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে । ইতোমধ্যে হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শিল্পের ব্যপক প্রসার শুরু হয়ে গেছে। বিনোদন নয়, পেশাগত কাজেও কম-বেশি সবাইকেই ভ্রমণ করতে হয়। এই ভ্রমণের সময়ে হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, মোটেল ইত্যাদিতে সেবা দেওয়ার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন। যে দক্ষতা মিলবে হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম বিভাগে। সারা বিশ্ব এখন পর্যটন সেবায় গুরুত্ব দিচ্ছে। কেননা প্রতিটি দেশই তাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, জীবনযাপন ও প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে চায়। যার মূল সুর হবে এই পর্যটন খাত। এখনই যদি পর্যটন শিল্পের জন্য “Moral School” এর সাহায্যে নিজেকে তৈরি করতে পারেন, তবে ভবিষ্যতে আপনার জন্য থাকছে অভাবনীয় সম্ভাবনা।

এ কোর্সে যা যা শেখানো হবে

  • ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট।
  • হাউস কিপিং ম্যানেজমেন্ট।
  • কালিনারি আর্টস বা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্ট।
  • ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ম্যানেজমেন্ট।
  • ট্রাভেল ম্যানেজমেন্ট।
  • রিক্রিয়েশন ম্যানেজমেন্ট।
  • লেইজর ম্যানেজমেন্ট।

Contact With Us

Location:

Khaja IT Park, 2nd to 7th Floor, Kallyanpur Bus Stop, Mirpur Road, Dhaka-1207.

Call:

01321 222 008

01321 222 014