Air Hostess / Cabin Crew Training
- কোর্সের মেয়াদ : ৩ মাস (সপ্তাহে ৩ দিন)
- ক্লাসের সময় : (দুই ঘন্টা) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার
Air Hostess/Cabin Crew
মুক্ত আকাশে মিষ্টি প্রজাপতি হয়ে ঘুরে বেড়ানো যদি আপনার স্বপ্ন হয়, তাহলে এ পেশাটি আপনারই জন্য। এয়ার হোস্টেজ বা কেবিন ক্রু পেশা স্মার্ট ও সম্মানজনক হওয়ায় প্রতিনিয়ত প্রবল ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস ও ঝুঁকি গ্রহণের দৃঢ় মানসিকতা নিয়ে এয়ারলাইন্সগুলোতে ভিড় করছে তরুণ-তরুণীরা। তা ছাড়া এ পেশায় আছে অ্যাডভেঞ্চার, গ্ল্যামার ও উচ্চ আয়ের পন্থা। পাখির মতো উড়ে বেড়াতে পারবেন পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত। সুযোগ মিলবে বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার, ঐতিহ্যের সাথে যোগসূত্র স্থাপন করার। তাই দিন দিন ক্যারিয়ার হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে এ পেশা। সঙ্গে সঙ্গে তরুণদের মাঝে পেশাটি হয়ে উঠেছে প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতায় আপনাকে জায়গা করে দিতে পাশে আছে ‘Moral School’।
এ কোর্সে যা যা শেখানো হবে
- বাচনভঙ্গি এবং আচরণবিধি শেখানো হয়।
- স্পষ্ট ও সাবলীলভাবে কথা বলা শেখানো হয়।
- উচ্চারনভঙ্গি এবং নির্ভুলভাবে কথা কিভাবে বলতে হয় তা শেখানো হয়।
- সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও BTEB supervision এ পরীক্ষা।
- মেডিটেশন প্র্যাকটিস।
- সমস্যা সমাধানের তড়িৎ উপায় শেখানো হয়।
- সাংস্কৃতিকভাবে বিভিন্ন গোষ্ঠীর সাথে কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়া হয়।
- পেশাদারিত্ব ও আচরণবিধি।
- কিভাবে চাকরি পেতে হয় সে ব্যাপরে পরামর্শ ও সহযোগিতা।